Header Ads

Header ADS

#লাভ_ক্যান্ডি - জাফর বিপি

বুক রিভিউ - ০১:

#লাভ_ক্যান্ডি - জাফর বিপি

 

আমি যদি এক বাক্যে বইটি সম্পর্কে আপনাকে বলতে চাই, তাহলে বলবো লাভ ক্যান্ডি হলো অসাধারণ একটি বই। এই বইটিতে লেখক সহজ অত্যান্ত সাবলীল ভাষায় অলঙ্কৃত করেছেন কিছু শব্দমালা, যে সকল শব্দমালা আপনার বৈবাহিক কিংবা পারিবারিক জীবনে নিয়ে আসবে এক অকল্পনীয় পরিবর্তন। বইটি পাঠ করে , আপনি আপনার পারিবারিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিজেই করতে পারবেন বলে আমার বিশ্বাস এবং লেখক সেভাবেই এই বইটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাছাড়া , এই বইটিতে যুবক - যুবতীদের জন্য রয়েছে অসাধারণ কিছু দিক - নির্দেশনা। এছাড়াও আমার কাছে যেটা মনে হয়েছে , এই সময়কালে পর্ণগ্রাফি হচ্ছে আমাদের সুন্দর সমাজব্যাবস্থা বিকৃতকারী একটি ভাইরাস, এবং লেখক সে বিষয়টি এই বইয়ে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। পর্নোগ্রাফির ভয়াবহতা কতটা বিস্তৃত এবং সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে সেই ব্যাপারে সবাইকে সুন্দর একটি মেসেজ দিয়েছেন এই বইয়ের মাধ্যমে। সর্বোপরি , দ্বীনের পথে আহবান জানিয়েছেন এই সমাজকে। এই সমাজ ব্যাবস্থা সুন্দর প্রস্ফুটিত রাখতে এবং দুনিয়াতেই স্বর্গসুখ পাওয়ার জন্য যে দ্বীনের বিকল্প অন্য কিছু হতে পারেনা সেই মেসেজটিই তিনি বইয়ের প্রতিটি শব্দে প্রকাশ করেছেন।

 


পরিশেষে, এত সুন্দর একটি বইয়ের জন্য লেখককে অনেক অনেক ধন্যবাদ। জাজাকুমুল্লাহু খাইর। লেখকের লেখনিশক্তি যেনো আরো শক্তিশালী হয় এবং তার দীর্ঘাযু কামনা করছি।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.