Header Ads

Header ADS

""বিয়ে - মূল্যবোধের অবক্ষয়""


বিয়ে - হালালে হারাম মিশ্রণ কাম্য নয়

 মসজিদে প্রবেশ করে দেখলাম কবির সাহেব(প্রতীকী নাম) মুসল্লিদের সাথে কি নিয়ে যেন আলোচনা করছেন। অনেককে দেখলাম তামাশার ছলে হাসাহাসিও করছেন(বিষয়টা জানার পর তাদের সাথে আমিও হেসে দিয়েছি)। কৌতুহলবশত মনোযোগ দিয়ে তার কথা শুনার চেষ্টা করলাম। কবির সাহেব বলতেছেন,"ছেলে কাটিং মাস্টার। মেয়ের সাথে মাত্র দেড় লাখ দিবে। কম হয়েছে । আড়াই লাখ নিলে ব্যাপারটা ঠিক হইতো।  পাশের একজন তো ঠাট্টা করে বলেই উঠলো, লস প্রজেক্ট। (আমার হাসি পাবেনা কেন আপনিই বলেন এবার) ইতিমধ্যে বুঝতে পারলাম বিষয়টা কি? তার মনে একটু আক্ষেপ, টাকার পরিমানটা কম হয়ে গিয়েছে। অথচ, পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, 

‘আর তোমরা নারীদিগকে তাদের মহর স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করবে; সন্তুষ্ট চিত্তে তারা মহরের কিয়দংশ ছেড়ে দিলে তোমরা তা স্বচ্ছন্দে উপভোগ করবে।’ (সুরা: নিসা, আয়াত: ৪)



 অথচ এই দিকে আমরা ভ্রুক্ষেপই করিনা । উল্টা কনেপক্ষকে কিভাবে তলিয়ে দিবো সেই চেষ্টায় থাকি। কিন্তু কেনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
‘যে বিয়ে যত সহজ এবং স্বল্প ব্যয়ে হয়; সেই বিয়ে ততই শান্তি ও বরকতময় হয়।’ (মিশকাত) 

 যৌতুক হচ্ছে সম্পুর্ণ হারাম একটি বিষয়।কিন্তু এই জিনিসটাকে আমরা কিভাবে যেনো হারাম ভাবতেই পারিনা । চিন্তাও করতে পারিনা যে আমার ছেলেকে আমি এমনিতেই বিয়ে করাবো?মেয়ে পক্ষের কাছে লাখ খানেক টাকা কিংবা লাখ টাকার উপহারসামগ্রী দাবি করে বসা যেনো আমাদের জৈবিক চাহিদা হয়ে পড়েছে।কিন্তু বিষয়টার পরিণাম সম্পর্কে আমরা একদমই অবগত হতে চাইনা। আল্লাহ তাআলা বলেন, 

"হে মু’মিনগণ! আল্লাহ যে সব বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তন্মধ্যে সুস্বাদু বস্তুগুলিকে হারাম করনা এবং সীমা লংঘন করনা; নিশ্চয়ই আল্লাহ সীমা লংঘনকারীদেরকে পছন্দ করেননা।"(আল - মায়িদাহ ৫:৮৭)   

 

এই আয়াত দ্বারা বুঝা যায় আপনি কোনো হালালকে যেমন হারাম করতে পারবেন না তেমনিভাবে কোনো হারামকে হালাল করতে পারবেন না, সেই অধিকার আপনার নাই। রাসূল (সা.) এক হাদিসে শরিয়তের মূলনীতিরূপে বলেছেন, 
‘সাবধান, জুলুম করো না। মনে রেখো, কারও পক্ষে অন্যের সম্পদ তার আন্তরিক তুষ্টি ব্যতীত গ্রহণ করা হালাল হবে না। (মিশকাত/২৪৫) 
দেখুন আমি জানি আপনি শিক্ষিত , নম্র - ভদ্র এবং উচ্চ মানসিকতাসম্পন্ন একজন মানুষ । সবচেয়ে বড় কথা হলো আপনি আশরাফুল মাখলুকাত( সৃষ্টির শ্রেষ্ঠ জীব) । সো, আপনার কাছ থাইকা যৌতুকের মতন এমন গর্হিত কাজ আশা করা যায়না । আর এটা যদি করেন , তাহলে ভাবুন আপনি আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে কাজ করলেন।আপনি জানেন আপনার পরিণাম তাহলে কি হবে? নিঃসন্দেহে , আল্লাহর রাসুল (সা.)-এর একটিও হাদিস যদি প্রমাণিত হয়, আর কেউ যদি সেটাকে অস্বীকার করে তবে সে কাফের হয়ে যাবে। চলুন নিজেকে পরিবর্তন করি।মন মানসিকতা রাইট ট্রাকে ড্রাইভ করি। বিশেষ করে , তরুণ /যুবক ভাইদেরকে বলবো, আপনি যদি নিজের ভিতরে পোষণ করে থাকেন আপনি যৌতুক নিয়ে বিয়ে করবেন। টাকা না হলে বিয়ে করবেন না । প্লিজ এইসব মন মানসিকতা / চিন্তাধারা এখনই পরিবর্তন করুন। বরং প্রতিজ্ঞা করুন , যেনো বিয়ের সময় তার(স্ত্রীর) প্রাপ্য টা তাকে যথাসময়ে পরিশোধ করে দিতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন(আমিন)। আসসালামু আলাইকুম

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.